
তথ্যপ্রযুক্তিতে হালের অন্যতম ক্রেজ সেলফি বা শুদ্ধ বাংলায় নিজস্বী। মাঝে মাঝে এই সেলফিই কারো কারো জীবনে ডেকে এনেছে অনাকাঙ্খিত ঘটনা, এমনকি মৃত্যুর মতোও ঘটনা। আবার মাঝে মাঝে হাস্যকর কাণ্ডও বিশ্বব্যাপী ঘটতে দেখা গেছে।
গতকালের ঘটনা, মঙ্গলবার বিকালে ঢাকার হাইকোর্ট সংলগ্ন মাজার গেটের সামনে পুলিশের প্রিজন ভ্যান ভেঙে তিন নেতাকে(কথিত আসামি) ছিনিয়ে নেয় বিএনপি কর্মীরা। সেখানে হাতাহাতি-ধ্বস্তাধস্তির মতো ঘটনাও ঘটতে দেখা যায়।
তবে এই ঘটনায় যে ছবিটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটিও একটি সেলফির ঘটনা। নেতা ছিনতাই করতে যাওয়া এক তরুণের সেলফির ছবি গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যায়, সাদাকালো শার্টের এক হালকা গড়নের তরুণ প্রিজন ভ্যানে একহাত এবং অন্যহাত নিজের মোবাইলে সেলফি তোলায় ব্যস্ত। তার আশপাশে আরো কিছু তরুণ কর্মীকে দেখা যায়।
তবে এরপরই ঐ তরুণের সেলফি আলোচনায়। ঘণ্টাখানেকের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ছবিটি আসল না নকল, পক্ষ-বিপক্ষ নিয়ে ব্যাপক আলোচনা, মন্তব্য করেছেন অনেকে। তবে ঐ তরুণের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।