
প্রতিদিনই আমরা কোনও না কোনও পরিস্থিতির শিকার হই। কখনও তা আমাদের জন্য ভালো প্রমাণিত হয়, আবার কখনও তা খারাপ। সেই পরিস্থিতিতে আমরা কখনও নিজেদের ভাগ্যকে দোষ দিয়ে থাকি…আবার কখনও পরিস্থিতিকে।
তবে যে যাই বলুক না কেনও, এই ভিডিওটা দেখে আপনি কিন্তু চমকে উঠতে বাধ্য। বিশেষ করে দুর্বলচিত্তের মানুষদের ক্ষেত্রে তো একেবারেই বিপজ্জনক।
ঘটনাটি ভারতের গুজরাতের একটি শহরের। জনৈক ভদ্রলোক নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। সিসিটিভিতে ধরা পড়া ভিডিওটিতে দেখা গেছে, দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎই উল্টো দিকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা সেখানে ছুটে এসে তাকে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
ভিডিও দেখুন-