You are here
Home > অবাক-বিস্ময় > পায়ূ পথে যৌনসঙ্গমে অন্তঃসত্ত্বা মহিলা!

পায়ূ পথে যৌনসঙ্গমে অন্তঃসত্ত্বা মহিলা!

গর্ভবতী

চিকিৎসকের কাছে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা কি না পরীক্ষা করানোর জন্য। পজ়িটিভ শুনে মহিলা যা দাবি করলেন, তাতে চমকে গেলেন চিকিৎসক। মহিলার দাবি, তিনি পায়ূ পথে যৌনসঙ্গমে (অ্যানাল সেক্স) ফলে অন্তঃসত্ত্বা হয়েছেন। বিশ্বাস না হলেও পরে পরীক্ষা করে চিকিৎসকরা জানলেন, সত্যি সত্যিই পায়ূ পথে যৌনসঙ্গমের ফলেই অন্তঃসত্ত্বা হয়েছেন মহিলা। ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির।

চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত ওই মহিলা ক্লোআক্যাল ম্যালফরমেশন নামের রোগে আক্রান্ত। বিরল এই রোগে আক্রান্তদের মূত্রনালী, মলদ্বার ও জরায়ু আলাদা ভাবে খোলা থাকে না। একটি ছিদ্রের মাধ্যমেই কাজ চলতে থাকে। প্রতি ৫০ হাজারে এরকম একটি ঘটনা ঘটে থাকে।

তাই ওই মহিলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল। কিন্তু, এর আগে অস্ত্রোপচারের মাধ্যমে মূত্রনালীর পথ আলাদা করলেও, কোনও কারণে মলদ্বার ও জরায়ুর মধ্যে সংযোগ থেকে যায়। আর এর জেরেই অ্যানাল সেক্সের ফলে মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

Top