You are here
Home > অবাক-বিস্ময় > ভাজার জন্য ডিম ভাঙ্গতেই বেরুচ্ছে মুরগীর ছানা! (ভিডিও)

ভাজার জন্য ডিম ভাঙ্গতেই বেরুচ্ছে মুরগীর ছানা! (ভিডিও)

ভাজার জন্য ডিম ভাঙ্গতেই বেরুচ্ছে মুরগীর ছানা

গল্প নয় সত্যি। আর ম্যাজিক তো নয়-ই? প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার একই কাণ্ড ঘটছে। ট্রে থেকে ডিম নিয়ে গরম তাওয়ার ওপর ভাঙতেই ডিম থেকে ফুটে বেরোচ্ছে মুরগীর ছানা। ডিম ভাঙার সময় সেই ভিডিও একজন ক্যাপচার করে তা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পর থেকেই এই ভিডিও ভাইরাল।

পরপর চারটি ডিম ভাঙা হয়। প্রথমবার ডিম ফাটানোর পর দেখা যায় ডিমের ভিতরের হলুদ কুসুম আর সাদা অংশটি তাওয়ার ওপর পড়ে। তারপরের বার থেকেই টানা তিন বার ডিম ফাটালেই বেরিয়ে আসছে মুরগীর ছানা।

Top