
এটাকে শখ বলতে পারেন আবার পাগলামো বললেও ভুল বলা হবে না। এক তরুণী কিন্তু এই শখ বা পাগলামোর জন্যই আপাতত সোশ্যাল দুনিয়ায় ভাইরাল। কিন্তু কী করেছেন তিনি?
একটি বিয়ারের বোতল কীভাবে খুলতে হয়? যাঁরা একটু সাহসী, তাঁরা দাঁত দিয়েই কাজ সারেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যাঁর ভিডিও ভাইরাল হয়েছে, তিনি একটু অন্যভাবে এই কাজটি করেন।
প্রথমে বোতলটি নিজের স্তনের সঙ্গে ঠেসে ধরেন ওই তরুণী। নিঃসন্দেহে, বিষয়টি যন্ত্রণাদায়ক। তবে তরুণীর মুখে তার কোনও ছাপ পড়েনি। তার পরে এভাবেই তিনি খুলে ফেলেন বোতলের ঢাকনা। বাকিটা ভিডিও-তে দেখুন।