
নানা ধর্মে নানা নিয়মে, পূর্ব পুরুষদের স্মরণ করার উৎসব বিভিন্ন আচারে পালিত হয়। প্রায় একই রকম উৎসব পালিত হয় ইন্দোনেশিয়ায়। কিন্তু আচার-নিয়মের কথা শুনলে রীতিমতো চমকে যাবেন। রাতের ঘুমও উধাও হতে পারে এক নিমেষে।
এই উৎসবের নাম মানেনে। যার তর্জমা করলে দাঁড়ায়, পূর্ব-পুরুষদের পরিষ্কার পরিচ্ছন্ন করা। কয়েক শতাব্দী পুরনো এই উৎসব এখনও নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করেন ইন্দোনেশিয়ার তোরাজা সম্প্রদায়ের মানুষজন।
কী ভাবে পালিত হয় এই উৎসব?
নিয়ম রীতিমতো ভয়াবহ। পরিবারের শতাব্দী পুরনো সদস্যদের ফের একবার কবর থেকে বার করে আনা হয়। তার পর তাঁকে স্নান করিয়ে, পরিষ্কার নতুন পোশাক পরিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বিশেষ স্থানে, যেখানে সারা দিন ধরে চলে উৎসব। পর দিন আবার তাঁকে কফিনবন্দি করে কবর দেওয়া হয়।