You are here
Home > অবাক-বিস্ময় > চলে গেল বিশ্বের প্রবীণতম কুকুর ম্যাগি

চলে গেল বিশ্বের প্রবীণতম কুকুর ম্যাগি

চলে গেল বিশ্বের প্রবীণতম কুকুর ম্যাগি

দীর্ঘ ৩০ বছরের সঙ্গী ছিল সে। ব্রায়ান ম্যাকলারেন যেখানে যেতেন, মনিবের পিছনে সেও দৌড়ত। ব্রায়ান যা বলতেন, তাই শুনত। মনিবের চুল পেকেছে। সেও বৃদ্ধা হয়েছিল। দীর্ঘ ৩০ বছরের আয়ু শেষে চলে গেল বিশ্বের প্রবীণতম কুকুর। ব্রায়ান আজ একা। ব্রায়ান কুকুরটির নাম রেখেছিলেন ম্যাগি। তিনি জানিয়েছেন, রবিবার শান্তিতেই চিরনিদ্রায় চলে গিয়েছে ম্যাগি।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা পেশায় ডেয়ারি ফার্মার ব্রায়ান ম্যাকলারেনের একমাত্র সঙ্গী ছিল ম্যাগি। ব্রায়ানের কথায়, ‘ম্যাগির ৩০ বছর বয়স হলেও, অসুস্থ ছিল না। গত সপ্তাহেও কিছু বোঝা যায়নি। ও আমার সঙ্গে ডেয়ারি অফিসে যেত, বেড়ালছানাদের চোখ পাকাতো। কত মজার স্মৃতি। গত দু’দিন ধরেই ও কেমন নিস্তেজ হয়ে পড়ে। রবিবার দুপুরে লাঞ্চ করে ফিরে এসে দেখি, ম্যাগি মারা গিয়েছে। ঘুমের মধ্যেই চলে গিয়েছে।’

তবে ম্যাগিই বিশ্বের প্রবীণতম কুকুর ছিল কিনা, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, ব্রায়ানের ম্যাগির জন্মের সব প্রয়োজনীয় নথি নেই। যদিও ব্রায়ানের দাবি, তাঁর ছোট ছেলে লিয়ামের যখন ৪ বছর বয়স, তখন ম্যাগিকে আনা হয়েছিল। আজ লিয়ামের বয়স ৩৪।

Top