
বেড়াল হলেও এ যে সে নয়। এই বেড়ালবাবুটি একজন সরকারি আমলা। ইঁদুরবাহিনী দমন করতে ব্রিটেনের খাস সরকারি তালুকে ডাক পড়েছে তার। আসুন, এবার পরিচয় করিয়ে দিই এই বাবু বেড়ালটির সঙ্গে।
নাম পামারস্টন। বয়স ২ বছর। তবে বয়স কম দেখে নাক সিঁটকাবেন না। পামারস্টন যথেষ্ট করিৎকর্মা। অবশ্যই ইঁদুরবাহিনী দমনে ইতিমধ্যেই যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছে সে। তাই ব্রিটিশ ফরেন অফিসে তাকে “চিফ মাউসার” পদে নিয়োগ করা হয়েছে।
এর আগে ২০১১ সালে ল্যারি নামের এক মার্জারকে নিয়োগ করা হয়েছিল। অবশ্য তার নজরদারি এলাকা ছিল শুধুমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ি। যাই হোক, পামারস্টনের উপর খোদ মন্ত্রী আমলাদের অনেক ভরসা। হোয়াইটহল ভবনকে কতটা দক্ষতার সঙ্গে সে ইঁদুরবাহিনীর হাত থেকে সুরক্ষিত রাখতে পারে সেটাই এখন দেখার।