
পুরুষদের মতো মহিলারাও যৌন অক্ষমতায় ভোগেন। ইচ্ছে থাকা সত্ত্বেও ব্যর্থতা প্রকাশ পায় তাঁদের। লজ্জার কারণে কারোর সঙ্গে আলোচনাও করতে পারেন না। দেশ-বিদেশের সমীক্ষা বলছে, ৪৩ শতাংশ মহিলাই যৌন অক্ষমতার শিকার। তবে সঠিক চিকিৎসার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে।
যৌন অক্ষমতার কারণ
১. শারীরির সমস্যা – ডায়াবিটিজ়, হৃদরোগ, স্নায়ুরোগ, হরমোনের তারতম্য, মেনোপজ়, মদ্যপান ও ড্রাগে আসক্তি থাকলে অক্ষমতা আসতে পারে।
২. মানসিক সমস্যা – কর্মক্ষেত্রের চাপ, উদ্বেগ, বৈবাহিক জীবনে সমস্যা, হতাশা, পাপবোধ ও অতীতে যৌনতা সংক্রান্ত কোনও দুর্ঘটনা কারণ হতে পারে।
কীভাবে প্রভাব ফেলে
১. মিলনেচ্ছা হারিয়ে যায়।
২. একঘেয়ে লাগা শুরু হয়।
৩. উত্তেজনা কমে যেতে পারে।
৪. মিলনে তৃপ্তি নাও আসতে পারে।
৫. যন্ত্রণা হতে পারে। এটি হওয়ার অবশ্য আরও অনেক কারণ আছে। যেমন – এন্ডোমেট্রিওসিস, জরায়ুতে সিস্ট, শুষ্কতা ও যৌন সংক্রমণ।
চিকিৎসা (চিকিৎসা করানোর আগে জানতে হবে কারণটি মানসিক না শারীরিক)
১. কারণটি মানসিক হলে প্রথমেই উদ্বেগ কমাতে হবে।
২. নিয়মিত হস্তমৈথুনের অভ্যেস করতে হবে।
৩. রোম্যান্টিক সিনেমা দেখা শুরু করতে হবে।
৪. ডায়াবিটিজ় থাকলে নিয়ন্ত্রণ করতে হবে।
৫. হরমোনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
৬. স্নায়ুরোগ ও হৃদরোগ থাকলে চিকিৎসা করান।
৭. মদ্যপান ছাড়তে হবে।
৮. মাদকাসক্তি থাকলে বর্জন করতে হবে।