You are here
Home > বিনোদন > ২৫ দিন শুটিং শেষে ঢাকা ছাড়লেন ইরফান

২৫ দিন শুটিং শেষে ঢাকা ছাড়লেন ইরফান

২৫ দিন শুটিং শেষে ঢাকা ছাড়লেন ইরফান

টানা ২৫ দিন শুটিং শেষে ঢাকা ছাড়লেন বলিউড অভিনেতা ইরফান খান। শুক্রবার দুপুরের একটি ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘ডুব’-এর শুটিংয়ে অংশ নিতে গত ১৬ মার্চ প্রথমবারের মত বাংলাদেশে আসেন বলিউডের শক্তিমান এ অভিনেতা।

একসঙ্গে এতোদিন ঢাকায় থাকা ইরফান এরই মাঝে মন জয় করে নিয়েছেন টিমের অন্যান্য সদস্য ও কলা-কুশলীদের।

‘ডুব’ পরিচালক মোস্তাফা সরোয়ার ফারুকী ইরফান চলে যাওয়ার প্রসঙ্গে ফেসুবকে একটি স্ট্যাটাস পোস্ট করে লিখেছেন, ধন্যবাদ, ইরফান খান ফর এভরিথিং আজকে তার বাংলাদেশে শেষ দিন ছিলো। ঝড়ের ঘোরে কিভাবে পঁচিশ দিন চলে গেলো টের পাই নাই। শেষ বেলায় শেষ ডিনারের পর কিছু হাহা-হিহি মোমেন্ট আবার দেখা হবে।

‘ডুব’ ছবিতে ইরফান খানের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ইরফান ও তিশা ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, অশোক ধনুকা, পার্নো মিত্র প্রমুখ।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আই কে কোং।

গত ২০ মার্চ থেকে টানা শুটিং শুরু হয় ‘ডুব’এর।

Top