You are here
Home > বিনোদন > নার্গিসের বুকে হাত দিয়ে বিতর্কে পড়লেন তার বান্ধবী

নার্গিসের বুকে হাত দিয়ে বিতর্কে পড়লেন তার বান্ধবী

নার্গিসের বুকে হাত দিয়ে বিতর্কে পড়লেন তার বান্ধবী

প্রকাশ্যে নার্গিস ফাকরির বুকে হাত দিলেন তারই পুরনো বান্ধবী! এ নিয়ে নার্গিস জড়িয়ে পড়েছেন নতুন এক অদ্ভূত বিতর্কে।

ভারতীয় গণমাধ্যমের খবর, এমটিভি মুভি অ্যাওয়ার্ডে গিয়েছিলেন নার্গিস। সেখানে তার দেখা হয় সুপার উওম্যান নামে পরিচিত নারী কমেডিয়ান লিলি সিংহ-এর সঙ্গে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতেই এক অদ্ভুত কাণ্ড করেন লিলি। সরাসরি হাত দিয়ে দেন নার্গিসের বুকে। হঠাৎ লিলির এহেন আচরণে সাময়িকভাবে অপ্রস্তুত হলেও পরমুহূর্তেই নিজেকে সামলে নেন নার্গিস। নার্গিস ও লিলি— দু’জনেই হাসতে থাকেন প্রাণ খুলে। ঘনিষ্ঠ অবস্থায় বেশ কিছু ছবির জন্যে পোজও দেন তারা। দুই বান্ধবীকে নিয়ে স্বভাবতই নানা ধরনের জল্পনা শুরু হয়েছে বলিউড-মহলে। এই দুই কন্যা অবশ্য জানিয়েছেন, গোটা ব্যাপারটাই ছিল নিছক মজা।

লিলি তার সঙ্গে নার্গিসের সেই বিতর্কিত মুহূর্তগুলির ছবিগুলি পোস্ট করেছেন টুইটারে।

Top