
প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটন এলেন ভারত সফরে। আর এই ডিউক ও ডাচেস অফ কেমব্রিজকে স্বাগত জানাল পুরো বলিউড। শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে পরিণীতি চোপড়া, হুমা কুরেশির মতো বলিউড ব্যক্তিত্বরা হাজির হয়েছিলেন তাদের সম্মান জানাতে। গতকাল রাতে তাজমহল প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডাচেস অফ কেমব্রিজ, যিনি তার স্টাইলের জন্য বিখ্যাত, তিনি প্রিন্সেস কেট মিডলটন। অনুষ্ঠানে তিনি হাজির হন নীল রঙের গাউনে। সেখানে উপস্থিত বেশিরভাগ বলিউড সেলেব্রিটি পরেছিলেন মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঋষি কাপুর, নীতু কাপুর, করণ জোহর, অনিল কাপুর, অদিতি রাও হায়দারি, আলিয়া ভাট, ফারহান আখতার, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনম কাপুর, অর্জুন কাপুর, কণিকা কাপুর সহ অনেকে।