You are here
Home > বিনোদন > ‘জুলিয়েট’ হচ্ছেন সানি লিওন

‘জুলিয়েট’ হচ্ছেন সানি লিওন

‘জুলিয়েট’ হচ্ছেন সানি লিওন

জুলিয়েটের চরিত্রে এবার অভিনয় করতে দেখা যাবে সানি লিওনকে। না শেক্সপিয়ারের ‘জুলিয়েট’ নয়। আহমেদ খানের জুলিয়েট হতে চলেছেন বেবিডল। হিন্দিতে রিকেম হতে চলেছে পাঞ্জাবী সিনেমা ‘জাঠ অ্যান্ড জুলিয়েট’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে লিওনিকে।

কিছুদিন আগে শোনা গিয়েছিল সালমান খানের প্রোডাকশন এই ছবিটি রিমেক করে চলেছে। কিন্তু এখন শোনা যাচ্ছে, আহমেদ খান ছবিটি তৈরি করছেন। ‘জাঠ অ্যান্ড জুলিয়েট’এ নায়কের ভূমিকার রয়েছেন টেলিভিশন অভিনেতা মনীশ পাল।

বলিপাড়ার খবর, আমিরের ‘দঙ্গল’ ছবিতেও নাকি দেখা যাবে সানিকে। কিন্তু অভিনয় নাকি আইটেম নম্বর সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

Top