You are here
Home > বিনোদন > এবার প্রযোজনায় নামছেন সানি লিওন

এবার প্রযোজনায় নামছেন সানি লিওন

এবার প্রযোজনায় নামছেন সানি লিওন

অভিনয়ের পর এবার প্রযোজনায় আসছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। ড্রামা-থ্রিলার ধাঁচের ঐ ছবিতে অভিনয়ও করবেন ‘মাস্তিজাদে’ অভিনেত্রী।

পিটিআইকে সানি লিওন বলেছেন, চলতি বছরের জুলাই-আগস্টের দিকে ছবিটির শুটিং করার আশা করছি। এটি ড্রামা-থ্রিলার ধাঁচের। আশা করছি এটি ভাল হবে। ছবিটিতে আমি কাজ করব। কারণ সেটিই ভাল হবে। বাকি বিষয়গুলো নিয়ে কাজ চলছে।

এছাড়াও একটি সুপারহিরো ছবি প্রযোজনার ইচ্ছা রয়েছে সানি লিওনের। তিনি বলেন, সুপারহিরো ছবির কাজ পরবর্তীতে করা হবে। এখন আমরা ড্রামা-থ্রিলার ছবিটির কাজ করব। এরপর সেটিতে হাত দেব।

সানি লিওনকে পরবর্তীতে ‘লায়লা ও লায়লা’ গানটির নতুন দৃশ্যায়নে দেখা যাবে। গানটি শাহরুখ খান অভিনীত ‘রাইস’ ছবিতে দেখা যাবে।

Top