You are here
Home > বিনোদন > পানীয়-সিগারেট হাতে ইরেশের কোলে বসা মিমের ছবি ভাইরাল

পানীয়-সিগারেট হাতে ইরেশের কোলে বসা মিমের ছবি ভাইরাল

পানীয়-সিগারেট হাতে ইরেশের কোলে বসা মিমের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক: বেশ আড়ম্বপূর্ণ পরিবেশেই হয়ে গেল ইরেশ যাকের ও মিথিলার বোন মিম রশিদের বিয়ে। এই বিয়ে নিয়ে প্রথম থেকেই বেশ লুকোছাপা ছিল।

বিয়েতে সাবেক স্বামী অমিতাভ রেজার অভিনন্দনও পেয়েছেন মিম রশিদ। আর সাবেক স্ত্রীর বিয়েতে শুভেচ্ছা জানিয়ে ইতিবাচক মনোভাবের পরিচয় দিয়েছেন অমিতাভ রেজা।

তবে হলুদের অনুষ্ঠান হয়ে যাবার পরও তাদের বিয়ে নিয়ে আবারো আলোচনা শুরু হল। এবার ভাইরাল হলো মিম-ইরেশ যাকেরের গায়ে হলুদ অনুষ্ঠানের একটি বিব্রতকর ছবি।

ছবিতে দেখা যায় আপত্তিকর ভাবে ইরেশ যাকেরের কোলে বসে আছেন মিম। তার এক হাতে সিগারেট এবং অপর হাতে পানীয় সমেত গ্লাস। এ ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে চলছে সমালোচনা। সামাজিক মাধ্যমগুলোতে বেশির ভাগ মন্তব্যগুলোই নেতিবাচক।

হলুদের বাকি ছবিগুলো দেখে বোঝা গিয়েছিল এটি ছিল একটি পারিরাবিক অনুষ্ঠান। কারণ অনুষ্ঠানে সারা যাকের, আলী জাকের, ইরেশ এবং মিমের বোনও উপস্থিত ছিলেন।

অনেকেই বলছেন, পারিবারিকভাবে অনুষ্ঠিত এ গায়ে হলুদের অনুষ্ঠানে বাবা-মার সামনে এটি উদ্ধত আচরণ। তাই বেশিরভাগ সমালোচনাই মিমকে ঘিরে।

Top