You are here
Home > বিনোদন > বিয়ের পিঁড়িতে বসলেন মাহি

বিয়ের পিঁড়িতে বসলেন মাহি

বিয়ের পিঁড়িতে বসলেন মাহি

বিয়ের পিঁড়িতে বসলেন দেশীয় চলচ্চিত্রের এ সময়ের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। পাত্র মাহমুদ পারভেজ অপু। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় মাহির বাসায় দুই পরিবারের ঘনিষ্ঠজনের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মাহিয়া মাহি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ভালো মনের একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। অপু সহজ-সরল মানুষ। এমন একজনকেই আমার পাশে চেয়েছিলাম। সবাই আমাদের জন্য নতুন জীবনের জন্য দোয়া করবেন।’

মাহি আরও জানান, ১২ মে তাদের বাগদান সম্পন্ন হয়। এরপর পারিবারিকভাবে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।

আগামী ২৪ জুলাই সিলেটে বরের বাসায় বৌ-ভাত সম্পন্ন হবে বলে জানা গেছে।

বুধবার সকালে মাহির গায়ে হলুদসহ বিয়ের কিছু ছবি ফেসবুকে তুলে দিয়েছেন মাহির বন্ধুরা। এ ছাড়া মাহির ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও গায়ে হলুদের ছবি দেওয়া হয়েছে। ছবিতে দেখা গেছে, ক্রিম কালারের কারুকাজখচিত লাল পাড়ের শাড়িতে বউ সেজেছেন মাহি। হলুদের অনুষ্ঠানে মাহিকে দেখা গেছে হলদি শাড়িতেই। হাতভর্তি মেহেদীর আল্পনা সেজেছেন তিনি।

Top