You are here
Home > বিনোদন > খোকনের জন্য তারকাদের শোক

খোকনের জন্য তারকাদের শোক

খোকনের জন্য তারকাদের শোক

নন্দিত নির্মাতা শহীদুল ইসলাম খোকনের মৃত্যু সংবাদ শুনে উত্তরায় খোকনের বাসায় ছুটে গেছেন অনেকেই। কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোকনের জন্য শোকবার্তা লিখেছেন। রাজধানী উত্তরার আধুনিক হাসপাতালে সোমবার সকাল সোয়া ৮টায় মারা যান এই গুণী নির্মাতা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বাদ জোহর তার নামাজে জানাজা হয় উত্তরার চার নম্বর সেক্টরের মাটির ঘর মসজিদে। এরপর তার লাশ নেওয়া হয় এফডিসিতে। বাদ আছর এফডিসিতে খোকনের দ্বিতীয় জানাজার পর তার মরদেহ উত্তরায় দাফন করা হবে।

এদিকে মৃত্যুর খবর শুনে খোকনের বাসায় ছুটে যান চিত্রনায়িকা মৌসুমী, অভিনেতা রুবেল, ওমর সানি, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, রায়হান মুজিব প্রমুখ।

ফেসবুকে শোকবার্তা লিখেছেন বেশ কয়েকজন তারকা। চিত্রনায়ক সাইমন সাদিক লিখেন, ‘শহীদুল ইসলাম খোকন (চলচ্চিত্র পরিচালক)। ঘুম থেকে উঠে শুনি আপনি চলে গেছেন। খুব কষ্ট লাগল, কিন্তু কিছুই করার নাই। আপনি অনেক ভালো থাকবেন, স্যার।

নির্মাতা অনন্য মামুন লিখেছেন, ‘খোকন ভাই, আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুন।’

চিত্রনায়ক শাহরিয়াজ লিখেছেন, ‘খোকন স্যার লিজেন্ড। বাংলা সিনেমা তার গান গাইবে চিরকাল।’

Top