
গত ১৪ মে নারায়ণগঞ্জ বন্দরের পিয়ার সাত্তার লতিফ জামান উচ্চ বিদ্যালয়ের অপদস্ত হওয়া প্রধান শিক্ষক শ্যামন কান্তি ভক্তের ঘটনার ঢেউ আচড়েঁ পড়েছে আমাদের শোবিজ জগতেও। তাই তো সেই ঘটনাকে ধিক্কার জানাতে সামাজিক মাধ্যমে আমাদের তারকারাও বেছে নিয়েছে একটি অভিনব পন্থ।
একজন প্রধান শিক্ষককে এভাবে হেয়পতিপন্ন করায় ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে সবাই এর প্রতিবাদ করছেন কানে ধরা ছবি আপলোড করে। সাধারণ মানুষের সঙ্গে তারকারাও এই প্রতিবাদে অংশ নিয়েছেন। তারাও কানে ধরে ছবি ইতিমধ্যেই আপলোড করেছেন ফেসবুকে।
তারকাদের মধ্যে রয়েছেন ইরেশ যাকের, রওনক হাসান, মাজনুন মিজান, রিমুসহ আরও অনেকে। এছাড়াও আরও অনেক মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন ছাড়া এই প্রতিবাদে সামিল হয়েছেন। সবাই একটি দাবীই করছেন করছেন যাতে করে এ ঘটনার একটি সুষ্ঠু বিচার হয়।