You are here
Home > বিনোদন > নায়কের মতই বাস্তবে ছিনতাইকারীকে ধরলেন অভিনেতা লিটু আনাম

নায়কের মতই বাস্তবে ছিনতাইকারীকে ধরলেন অভিনেতা লিটু আনাম

অভিনেতা লিটু আনাম

অভিনেতা লিটু আনাম ছিনতাইকারীর কবলে মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর শান্তিনগরে ছিনতাইকারীরা তার উপর হামলা চালালে তিনি একজনকে ধরে ফেলেন এসময় ছিনতাইকারীর অন্য সদস্যরা পালিয়ে যায় সময় লিটু আনাম কিছুটা আঘাত পেয়েছেন

আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন লিটু আনামের স্ত্রী অভিনেত্রী হৃদি হক

হৃদি হক সাংবাদিকদের বলেন, শান্তিনগরের বাসা থেকে তিনি পুরানা পল্টনের দিকে যাচ্ছিল সময় কয়েকজন ছিনতাইকারী লিটুর ওপর আক্রমণ করে সময় একজনকে ধরে ফেলেন তিনি তখন লোকজন এসে পড়ায় বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায় ছিনতাইকারীরা তার কাছ থেকে কিছু নিতে পারেনি লিটু আনাম এখন সুস্থ আছেন বলে জানান তিনি

Top