
অভিনেতা লিটু আনাম ছিনতাইকারীর কবলে। মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর শান্তিনগরে ছিনতাইকারীরা তার উপর হামলা চালালে তিনি একজনকে ধরে ফেলেন। এসময় ছিনতাইকারীর অন্য সদস্যরা পালিয়ে যায়। এ সময় লিটু আনাম কিছুটা আঘাত পেয়েছেন।
আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন লিটু আনামের স্ত্রী অভিনেত্রী হৃদি হক।
হৃদি হক সাংবাদিকদের বলেন, শান্তিনগরের বাসা থেকে তিনি পুরানা পল্টনের দিকে যাচ্ছিল। এ সময় কয়েকজন ছিনতাইকারী লিটুর ওপর আক্রমণ করে। এ সময় একজনকে ধরে ফেলেন তিনি। তখন লোকজন এসে পড়ায় বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়। ছিনতাইকারীরা তার কাছ থেকে কিছু নিতে পারেনি। লিটু আনাম এখন সুস্থ আছেন বলে জানান তিনি।