
ভারতের মালয়লম ছবি প্রযোজনায় নেমেছিলেন অজয় কৃষ্ণন। তাঁর প্রথম ছবি ‘অভরুদে রাভুকল’-এর প্রিভিউ দেখার পরেই আত্মহত্যা করেন কৃষ্ণন। শোনা গিয়েছে যে এই ছবিতে তাঁর অনেক টাকা লগ্নি হয়েছিল এবং ছবি হিট না হলে ভরাডুবি হওয়ার প্রবল সম্ভাবনা।
এখনও পর্যন্ত শোনা গিয়েছে এই আশঙ্কাতেই আত্মঘাতী হয়েছেন অজয়। এই ছবিতে তিনি ৪ কোটি টাকা লগ্নি করেছিলেন। এর আগে থেকেই টাকার সমস্যায় ছিলেন তিনি। সম্ভবত এই ছবিতে লগ্নি করে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু ছবির প্রিভিউ দেখার পরে তাঁর আশাভঙ্গ হওয়ায় তিনি আত্মহননের পথ বেছে নেন বলেই পুলিশের ধারণা।