You are here
Home > বিনোদন > বিজ্ঞাপনে অনুষ্কা যখন পার্শ্বচরিত্রে ছিলেন! (ভিডিও)

বিজ্ঞাপনে অনুষ্কা যখন পার্শ্বচরিত্রে ছিলেন! (ভিডিও)

অনুষ্কা শর্মা

‘রব নে বনা দি জোড়ি’র তান্নি থেকে ‘‘এনএইচ১০’’, অনেকটা পথ পাড়ি দিয়েছেন অনুষ্কা শর্মা। ফিল্মি কেরিয়ার তুঙ্গে ওঠার আগে অনুষ্কা শর্মা মডেলিং করতেন।

টেলিভিশনে তেমনই একটি ট্যালকম পাউডারের বিজ্ঞাপন চলেছিল বেশ কয়েক বছর আগে। তাতে প্রধান চরিত্রে যিনি ছিলেন, তাঁর ছায়ায় ঢাকা পড়েছিলেন আজকের সুপারস্টার। ছিলেন নিতান্তই ‘নায়িকা’র বান্ধবীর ভূমিকায়।

সেই বিজ্ঞাপনের পার্শ্বচরিত্রে কেমন ছিলেন অনুষ্কা শর্মা? দেখুন সেই ভিডিও—

Top