
সব কিছুই ভাল চলছিল। কিন্তু হঠাৎ ঘটল বিপত্তি। শুটিং চলাকালিন আহত হলেন অভিনেত্রী। সম্প্রতি সেই ছবিই পোস্ট করেছেন ট্যুইটারে।
‘ত্রিপল এক্স’ ছবি দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সূত্রের খবর, ফুলটু অ্যাকশন এই ছবিতে নায়ক-নায়িকা কেউই ড্যামি নিচ্ছেন না। আর তাতেই ঘটল বিপত্তি। অ্যাকশন দৃশ্যের শুট করতে দিয়ে আহত হলেন ছবির নায়িকা। না দীপিকা নয়। আহত হয়েছেন নিনা ডোবরিভ।
আপাতত সুস্থ আছেন অভিনেত্রী। তবে শুটিং থেকে ছুটি নিয়েছেন কয়েকদিন।