
গত ১৪ এপ্রিল এফডিসিতে তারকাদের উপস্থিতিতে আয়োজন করা হয় পহেলা বৈশাখের অনুষ্ঠান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে নায়ক-নায়িকা ছাড়া সেখানে উপস্থিত ছিলেন পরিচালকরা। তবে এমন বড় অয়োজনেই ঘটে যায় নায়ক অমিত হাসান এবং সহ-অভিনেত্রী নাসরিন আক্তারের অপ্রীতিকর ঘটনা।
সেই ঘটনা এখন ছড়িয়ে পড়েছে ইউটিইবে। ভিডিওটিতে দেখা যায়, নাসরিন রাগ করে স্টেজ থেকে নেমে গেলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান রেগে গিয়ে উচ্চ স্বরে মাইককে বলতে থাকেন ‘বেয়াদব’।
অমিত সেসময় আরো বলেন, ‘তোমাকে আমি অনেক আদর করি।’
‘প্লিজ, নো, তুমি মাইক ধরে এভাবে কথা বলতে পারো না যেখানে সিনিয়র শিল্পীরা বসে আছে। তুমি কথাগুলো ভেতরে বলতে পারতা। মাইক ধরে জনগণের সামনে বলতে পারো না।’
এক পর্যায়ে উত্তেজিত হয়ে অমিত হাসান নাসরিনকে চলে যেতে বলেন। এবং তখনো তিনি বলতে থাকেন বেয়াদব।
অবশ্য ঘটনার পর কিছু গণমাধ্যমকে নাসরিন শিল্পীর সমিতির অব্যস্থাপনাকে দায়ী করে বলেন, অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে কোথাও বসার কোনো জায়গা পাচ্ছিলাম না। মঞ্চে একের পর এক নাচ দেখছি, যাদের কেউই চলচ্চিত্রের সঙ্গে জড়িত নয়।
তবে এ বিষয় নিয়ে গণমাধ্যমে কোনো কিছু বলেননি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং আলোচিত এ নায়ক।