
গল্প ‘চুরির’ অভিযোগে ‘বৃহন্নলা’র তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের পর ওই তিন ক্ষেত্রে নতুন করে বিজয়ীদের নাম ঘোষণা করেছে সরকার।
২০১৪ সালের সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার পাচ্ছে মাসুদ পথিক প্রযোজিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’।
এছাড়া মেঘমল্লার চলচ্চিত্রের জন্য আখতারুজ্জামান ইলিয়াস সেরা কাহিনিকার এবং একই সিনেমার জন্য জাহিদুর রহিম অঞ্জন সেরা সংলাপ রচয়িতার জাতীয় পুরস্কার পাচ্ছেন।
সোমবার ওই তিন পুরস্কার বাতিলের কথা জানিয়ে সরকারি তথ্যবিবরণীতে নতুন বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।