
থানায় নিয়ে নির্যাতন করার অভিযোগে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান ও উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে মামলা করেছেন সিএমএম আদালতের এক প্রসেস সার্ভার।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে ঢাকার সিএমএম কোর্টের প্রসেস সার্ভার মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার বিকেলে ঢাকা সিএমএম কোর্টের প্রসেস সার্ভার মোহাম্মদ পারভেজ আদালতের সমন জারি করতে রামপুরা থানা এলাকায় যায়। রামপুরা থানার ওসি ও এসআই তাকে থানায় ডেকে নিয়ে বলেন-‘এগুলো কিসের সমন। বাদী বলেন-‘আমি ঢাকা সিএমএম আদালতের প্রসেস সার্ভার। আদালতের সমন জারি করতে এলাকায় এসেছি।’ তখন তারা তাকে বলেন, ‘এসব ভুয়া ব্যবসা কবে থেকে শুরু করেছ।’ এই বলে বাদীকে তারা মারধর করেন।’
এ ঘটনায় নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ১৫/১ ধারায় প্রসেস সার্ভার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।