
গনগনে শুকনো হাওয়ায় পুড়ছে ঢাকা। ঢাকার আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি গরম থাকলেই তাকে তাপপ্রবাহ বলা হয়। প্যাচপ্যাচে ঘামের গরমে অভ্যস্ত এই শহরে পরপর কদিন ধরেই শুকনো হাওয়ার দাপট। পরপর এত দিন তো নয়ই।
তার উপর আবাহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে আগামীকাল মানে মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্র থাকতে পারে ৪৩ ডিগ্রী আর সর্বনিম্ন ২৬ ডিগ্রী। কিন্তু কেন এমন হচ্ছে?
আবহাওয়াবিরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় বাংলাদেশে প্রচুর জলীয় বাষ্প ঢোকায়। এই জলীয় বাষ্পই আর্দ্র এবং ঠান্ডা করে হাওয়াকে। সম্প্রতি দুর্বল হয়েছে এই উচ্চচাপ বলয়। ফলে শুকনো হাওয়াকে সামলানোর মতো জলীয় বাষ্প নেই বাতাসে। তাই, তাপমাত্রা বেড়েই চলেছে।