
পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়েছে ওলামা লীগ। এছাড়াও এবার থেকে চালু হওয়া বৈশাখী উত্সব ভাতা বাদ দিয়ে ঈদ-ই মিলাদুন্নবিতে উত্সব ভাতা দেয়ার দাবিও জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থক সংগঠনটির নেতারা।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানানো হয় বলে ওলামা লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তাদের উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পহেলা বৈশাখের নামে চারুকলার গাঁজাখোর মিডিয়া ও পুঁজিবাদী বেনিয়াগোষ্ঠি বাণিজ্য করছে। ওদের শোষণ থেকে জনগণকে বাঁচাতে হবে।’
যদিও মানববন্ধনের বিষয় ছিল শিক্ষানীতি সম্পর্কিত। সেখানে ব্যানার ফেস্টুনেও লেখা ছিল ‘ইসলামবিরোধী শিক্ষানীতি চলবে না’ ‘হিন্দুয়ানী শিক্ষানীতি বাতিল কর’ ইত্যাদি।
মুসলমানদের ‘ইসলামহীন’ করার জন্যই পহেলা বৈশাখের ‘অপতৎপরতা’বলে দাবি করেছে ওলামা লীগ, মানববন্ধনে বক্তারা ‘আইনপ্রণেতাদের অজ্ঞতার কারণে আইনি প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যাচ্ছে’ বলে বক্তব্যের জন্য প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগও দাবি করেন।
মানববন্ধনে ‘জাতীয় শিক্ষানীতি’কে ‘ইসলামবিদ্বেষী’ অ্যাখ্যা দিয়ে এটি সংশোধনের দাবিও জানান বক্তারা।