
আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইটিই বিভাগের ১৩ বছর পূর্তি অনুষ্ঠান।
গত ৯ জুন বিশ্ববিদ্যালয়ের মিলনায়তেন ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. একেএম ফজলুল হকের সভাপত্বিতে প্রতিষ্ঠার ১৩ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম মাহবুব ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন দৃক আইসিটির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মাওলা চৌধুরী, এমিরেটরস অধ্যাপক আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক শামসুল আলম এবং ইটিই বিভাগের সকল শিক্ষক।
অনুষ্ঠানে বক্তারা ইটিই বিভাগের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া বিভাগের প্রাক্তনীরা উৎসাহব্যঞ্জক বক্তব্য দিয়ে বর্তমান ছাত্রদের উদজ্জীবিত করেন। তাদের দিক নির্দেশনামুলক বক্তব্যে কমিউনিকেশন লাইনে ক্যারিয়ার গড়ার বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়া ১৩ বছর পূর্তি অনুষ্ঠানের পাশাপাশি বিভাগের ছাত্রদের তৈরি বিভিন্ন ক্রেয়িটিভ প্রজেক্টও সবার জন্য প্রদর্শন করা হয়।