
ছাত্রীকে যৌন হয়রানি করার মামলায় গ্রেফতার রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রশিদ ফেরদৌসকে দুইদিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালত এই আদেশ দেন।
এর আগে ফেরদৌসকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ।
আজ ভোরে রমনা এলাকার একটি ফ্ল্যাট থেকে ফেরদৌসকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়েরকৃত মামলায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রশিদ ফেরদৌসকে আজ ভোরে গ্রেফতার করে পুলিশ।