
গত ০১ মে ২০১৬ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর ফিন্যান্স এবং ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশন কর্তৃক ‘ক্রিয়েটিভ বিজনেস চ্যালেঞ্জ’ ২০১৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) দল চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) উত্তীর্ণ হয়।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘বিল্ডিং চট্টগ্রাম ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এ প্রতিযোগিতায় ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০টি দল অংশ নেয়।
২৮ এপ্রিল এ প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় ১ মে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইনেন্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশন (এফবিডিএ) এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতাকে ভাগ করা হয়েছিল চারটি পর্বে। প্রথম পর্বে ছিল বিজনেস কেইস, ২য় পর্বে নতুন ব্যবসা ধারণা।