
রোববার রাতে রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর ত্রান ও পুনর্বাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হচ্ছে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নেতারা জানিয়েছেন ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য আজ সভায় বসবেন তারা।
রোববার রাতে রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ২শ’ দোকান। ক্ষতি হয়েছে আরো কয়েকশ’ দোকানের। ব্যবসায়ীরা বলছেন এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকারও উপরে। ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিটের ২ ঘণ্টার নিরন্তর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছিলো জেনারেটরের আগুন থেকে। বিদ্যুৎ না থাকায় মার্কেটের এক মুদি দোকানে জেনারেটর চলছিলো। সেখানেই হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর দমকা বাতাসে তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে।