
২৯শে এপ্রিল শুক্রবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ঘোষিত হল ড্যাফোডিল অ্যালমনাই এসোসিয়েশনের ৩১ সদস্যের কমিটি। চতুর্থ বারের মত গঠিত হল বিশ্ববিদ্যালয়টির প্রাক্তনীদের সংগঠন অ্যালমনাই এসোসিয়েশনের এই কমিটি। সংগঠের গঠনতন্ত্র মেনে পূর্বের কমিটির মেয়াদোর্ত্তীনের দিনেই আনুষ্ঠানিকভাবে ২ বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করেন ড্যাফোডিল অ্যালমনাই এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম মাওলা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সবুর খান, এমিরেটরস অধ্যাপক ড. আমিনুল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীর প্রধান মাসুম ইকবাল, একই বিভাগের শিক্ষক মাহবুব পারভেজ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সবুর খান নতুন কমিটিকে স্বাগত জানিয়ে তাদেরকে সর্বাত্নক সাহায্যের প্রতিশ্রুতি দেন। তার এই আশ্বাসকে করতালির মাধ্যমে স্বাগত জানায় অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ড্যাফোডিয়ানরা।
ঘোষিত কমিটির সভাপতি হয়েছেন মঞ্জুরুল আলম জুয়েল, সহ-সভাপতি হয়েছেন যথাক্রমে- মো. ইসহাক মিজি, মো. মঈন চৌধুরী, মাহমুদুল হাসান, রফিক আহম্মদ বুলবুল, রাসেল প্রধান, মহাসচিব মো. জিয়াউল হক সুমন, কোষাধ্যক্ষ মো. রেজাউল করিম, যুগ্ম মহাসচিব হয়েছেন যথাক্রমে-এএমএম আফসারুর রহমান ভূঁইয়া, মাহফুজুর রহমান, আনিসুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক আফতাব বিন ইউসুফ, সাংস্কৃতিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাফিজা রহমান মৌ, জনসংযোগ সম্পাদক মহিউদ্দিন আহামেদ, শিক্ষা ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ মিলন খলিফা, দপ্তর সম্পাদক অম্লান কিশোর মুন, জেষ্ঠ্য কার্য নির্বাহী সদস্য মো. সিদরাতুল ইসলাম এবং কার্য নির্বাহী সদস্য হয়েছেন যথাক্রমে-তুষার কান্তি কুন্ডু, মোহাম্মদ তারিকুল ইসলাম, নাহিদ ফারজানা, তানভীর আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, মো. কামরুজ্জামান, মো. তৌফিকুল ইসলাম, তাসনিয়া তাজরিন সেতু, মো. আরিফ হোসেন, মো. নাজমুল আলম পলাশ, ফারহানা আফরোজ শ্রাবনী এবং নাজমুল ইসলাম তমাল।