
কয়েকজন ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রশীদ ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের দাবিতে শনিবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তবে ঘটনাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন ওই শিক্ষক।
তিনি বলেছেন, তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করতে একটি মহল তৎপর।
ষড়যন্ত্রের আশঙ্কায় আগেই তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানিয়েছেন ওই শিক্ষক।
অভিযোগকারী ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনার কথা উল্লেখ করে বেনামে একটি চিঠি পাঠানো হয় বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষের কাছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়টির ভিসি এ এম এম শফিউল্লাহ বলেন, ‘কোনো শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত কমিটি কাজ করবে।’
তিনি তদন্তের স্বার্থে তথ্য দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিভাগীয় প্রধানের কাছে বেনামে একটি আবেদন করা হয়েছে। তার ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছে তদন্ত কমিটি।