You are here
Home > ঢাকার খবর > অদ্ভুত অসুখে আক্রান্ত বীথিকে সহায়তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট

অদ্ভুত অসুখে আক্রান্ত বীথিকে সহায়তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট

অদ্ভুত অসুখে আক্রান্ত বীথিকে সহায়তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট

অদ্ভুত অসুখ নিয়ে জন্ম নেওয়া শিশু বীথি আক্তারকে (১২) আর্থিক সহায়তা দিতে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পূবালী ব্যাংক রাজধানীর শাহবাগ শাখায় অ্যাকাউন্টটি খোলা হয়। সহায়তা পাঠানোর ঠিকানা : মো. আবদুর রাজ্জাক, পূবালী ব্যাংক, শাহবাগ শাখা, অ্যাকাউন্ট নম্বর 0947101207390।

এ ছাড়া আজ সকালে বীথির চিকিৎসার জন্য দেশ-বিদেশ থেকে ৪৮ হাজার টাকা সহায়তা দিয়েছেন সহৃদয়বান ব্যক্তিরা। এ অর্থ সহায়তা আসে একটি বিকাশ নম্বরে (01720366783)।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হরমোন বিভাগের অধ্যাপক ডা. ফরিদ উদ্দিনের অধীনে চিকিৎসা চলছে বীথির।

তবে তিনি এ মুহূর্তে ছুটিতে রয়েছেন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাত জানান, ডা. ফরিদ ছুটি থেকে এলে বীথির চিকিৎসা কার্যক্রম পুরোপুরি শুরু হবে। তবে সে তাঁদের পর্যবেক্ষণে রয়েছে।

এ ছাড়া তিনি বলেন, বীথির চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা প্রয়োজন পড়বে।

বীথির বাবা আবদুর রাজ্জাক তাঁর মেয়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন।

টাঙ্গাইলের স্থানীয় জয়ভোগ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বীথির জন্ম থেকে সারা শরীরে বড় বড় লোম। মুখমণ্ডলসহ পুরো শরীরই লোমে ঢাকা। এ ছাড়া গত এক বছরে বীথির শরীরে দেখা দেয় নতুন সমস্যা। তার স্তন অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। এখন তা নেমে গেছে পেটের নিচ পর্যন্ত। স্তনের ভারে সোজা হয়ে হাঁটতে পারে না। প্রচণ্ড ব্যথার যন্ত্রণায় চিৎকার করে সব সময় কান্নাকাটি করে বীথি।

Top