
অনলাইন গণমাধ্যমের পরিবারে যে কয়টি গণমাধ্যম বাংলাদেশে পাঠকদের কাছে শক্তিশালী জায়গা করে নিয়েছে তার মধ্যে রাইজিংবিডি ডটকম অন্যতম। জনপ্রিয় এই নিউজ পোর্টালটি তিন বছর পার করেছে। পদার্পণ করেছে ৪র্থ বছরে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের সমৃদ্ধির পথে আরো ইতিবাচক ভূমিকা নিয়ে রাইজিংবিডি সংবাদ প্রকাশে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন তাদেরকে শুভেচ্ছা জানাতে আসা অতিথিরা।
রাইজিংবিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে শুভানুধ্যায়ীদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাইজিংবিডি কার্যালয়, ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় তাদের পরিবারের সবাই। এরপর কাটা হয় ১৮ পাউন্ড ওজনের একটি কেক। আনন্দঘন এই পরিবেশে রাইজিংবিডি পরিবারের সদস্যরা ও শুভানুধ্যায়ীরা পরস্পরকে কেক খাইয়ে দেন, মিষ্টিমুখ করান।
জন্মদিন উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয় রাইজিংবিডি কার্যালয়ও।
উৎসবমুখর পরিবেশে ওয়ালটন গ্রুপের উপদেষ্টা (জেনারেল অ্যাফেয়ার্স) মো. তোফাজ্জল হোসেন, রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন সম্পাদক মো. নওশের আলী।
গণমাধ্যম হিসেবে রাইজিংবিডির এই পথচলা আরো সুন্দর ও সাবলীল হোক এমনটাই প্রত্যাশা ব্রেকিংনিউজবিডি২৪.কমের।