You are here
Home > ঢাকার খবর > ইসলাম শান্তি ও প্রগতির ধর্ম: ঢাবি ভিসি

ইসলাম শান্তি ও প্রগতির ধর্ম: ঢাবি ভিসি

ইসলাম শান্তি ও প্রগতির ধর্ম: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ইসলামকে শান্তি, গণতন্ত্র ও প্রগতির ধর্ম হিসেবে অভিহিত করে বলেছেন, ‘একমাত্র ইসলাম ধর্মই ব্যবহারিক জীবনে গণতন্ত্র, প্রগতি ও উদারতার শিক্ষা দিয়েছে।’

‘অথচ মুসলিম নামধারী কতিপয় বিপথগামীর কারণে গোটা মুসলিম জাতি আজ ঝুঁকির মুখে পড়েছে’, দুঃখ প্রকাশ করে বলেন উপাচার্য।

আরেফিন সিদ্দিক বলেন, ‘প্রকৃত মুসলমান কখনও হত্যা, নৈরাজ্য, হানাহানি বা অশান্তিতে লিপ্ত হতে পারে না।

বুধবার (২০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

ইসলামের শিক্ষা যথাযথভাবে অনুসরণ না করার কারণেই মুসলিম জাতিকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও মনে করেন ঢাবি উপাচার্য।

উপাচার্য বলেন, ‘ইসলামের নামে চলছে সন্ত্রাসী কার্যক্রম। ১৯৭১ সালেও ইসলামকে অপব্যবহার করে এদেশে নারী নির্যাতন ও গণহত্যা চালানো হয়েছিল।’

সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে ইসলামের তাৎপর্য ও দর্শন সমাজে ছড়িয়ে দেয়ার জন্য ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

হযরত মুহাম্মদ (স.)-এর জীবনাদর্শ যথাযথভাবে অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘নিজেদের জীবনকে উন্নত ও পরিশীলিত করতে ইসলামি শিক্ষাকে কাজে লাগাতে হবে।’

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট ৫টি ইভেন্টে ৭৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

Top