You are here
Home > সারাদেশ > নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত আহত ৩

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত আহত ৩

road-accesident

নওগাঁ-মহাদেবপুর সড়কের ডাক্তারের বাড়ি মোড়ে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত হয়েছেন।  বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের সুতিহাট গোবিন্দপুর গ্রামের ইছাহাক মোল্লা (৭৫), ইসাহাকের ছেলে আনোয়ার (৩৫), ইসাহাকের জামাই শহিদুল (২৫), আরেক জামাই হাসান আলী (২৫), নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রামের স্বপন পাটোয়ারির ছেলে আদিল রহমান (৪২) ও ইজিবাইকের চালক আদিল (৪২) । এ ঘটনায় মোসলেম উদ্দীন (৩৫), শামসুর রহমান (৪০), জাহিদুল ইসলাম (৩৫ ও খালেক মীর (৩৪) নামে আরো চারজন যাত্রী আহত হন। আহতের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Top