
নাটোরে সুনীল গোমেজ নামে এক খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মিশন পল্লিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে বাড়ির পাশে নিজের মুদি দোকানে বসে ছিলেন সুনীল গোমেজ। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে দোকানে রক্তাক্ত অবস্থায় সুনীলকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুনীল গোমেজকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানিয়েছে, নিহত সুনীলের সাথে ব্যক্তিগতভাবে কারো কোন বিরোধ ছিলোনা। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।