You are here
Home > সারাদেশ > নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে গলাকেটে হত্যা

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে গলাকেটে হত্যা

হত্যা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারির উপরশাখ পাড়ায় বৃদ্ধ এক বৌদ্ধ ভিক্ষুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম উ গাইন্দ্যা (৭০)।

শনিবার সকালে বিহারে তাঁর লাশ পাওয়া গেছে। তিনি গ্রাম থেকে কিছুটা দূরে ছোট একটি বিহারে একাই থাকতেন।

উপরশাখ পাড়ার কারবারি (পাড়াপ্রধান) অঞোথোয়াই চাঁদ বলেন, সকালে ওই বিহারে ভিক্ষুর খাবার দিতে গেলে তাঁর লাশ পাওয়া যায়। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশের গলা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আহসান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কে বা কারা কেন বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে, তা এখনই বলা যাচ্ছে না। ভিক্ষু হওয়ার আগে উ গাইন্দ্যার গৃহী নাম ছিল মংসৌই উ চাঁদ।

Top