You are here
Home > সারাদেশ > মতলবে এখনো গ্রেফতার হয়নি শামীমার উপর অ্যাসিড নিক্ষেপকারীরা

মতলবে এখনো গ্রেফতার হয়নি শামীমার উপর অ্যাসিড নিক্ষেপকারীরা

মতলবে এখনো গ্রেফতার হয়নি শামীমার উপর অ্যাসিড নিক্ষেপকারীরা

মতলব দক্ষিণ উপজেলায় এখনো গ্রেফতার হয়নি শামীমা আক্তারের উপর অ্যাসিড নিক্ষেপকারীদের কেউ। এ ব্যাপারে মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে, অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ৬ই এপ্রিল মো. ইসমাইল হোসেনের মেয়ে শামীমা আক্তার তার আশ্বিনপুরের নিজ বাড়িতে সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরের বেড়া কেটে ঘরের মধ্যে ঢুকে তার উপর অ্যাসিড নিক্ষেপ করে। এতে তার মুখমন্ডলসহ শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দাউদকান্দি হাসপাতালে নিয়ে যায় এবং পরে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। এ ঘটনায় তার ৩ বছরের ছেলেও অ্যাসিড আক্রান্ত হয়েছে।

ঘটনার বিষয়ে আক্রান্তের মামা মো. সোহাগ বলেন, স্থানীয় আবু সাঈদ নামের একজন অনেক দিন থেকে আমার ভাগ্নীকে উৎতক্ত করে আসছিলো। আমাদের ধারনা সে এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

Top