
জহুরুল ইসলাম মিলন সুইজারল্যান্ড: ৫ জুন রবিবার সৌদি আরবে প্রবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে, সেই হিসাবে সৌদি আরর, উইরোপসহ বিশ্বের অনেক দেশে রবিবার বাদ এশা তারাবীর নামাজ আদায় করে। তারই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডের লুজানে বাংলাদেশী প্রবাসীদের পরিচালিত মসজিদ, লুজান বাইতুন-নূর জামে মসজিদে প্রবাসী বাংলাদেশী মূসুল্লী ও অন্যান্য দেশের মুসুল্লীদের নিয়ে প্রবিত্র মাহে রমজান মাসের প্রথম তারাবী নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
উক্ত তারাবী নামাজের ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা ইমরান হোসেন। নামাজ শেষে বাইতুন-নূর জামে মসজিদের সভাপতি রায়হান উদ্দিন অপুর সভাপতিত্বে মাহে রমজানের প্রতিটি দিনই মসজিদে আগত সকল মুসুল্লীদের জন্য ইফতারের ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সেই সাথে প্রবাসে নানান ব্যাস্ততার মাঝেও যতদূর সম্ভব মসজিদের এসে সকল প্রবাসীদের ইফতার মাহফিল ও তারাবীর নামাজের জামাতে শরীক হওয়ার জন্য আহ্বান করা হয়।
উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এ বছরেও প্রবাসীদের সহযোগিতায় মাহে রমজানের প্রতি দিনই গড়ে ৭০/৮০ জন বাংলাদেশী ও বিদেশী মুসুল্লীদের জন্য ইফতার ও নৈশ ভোজের আয়োজন থাকবে।