You are here
Home > প্রবাস > কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ প্রবাসী চার বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। হতাহতদের সকলের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮ টায় (বাংলাদেশ সময় বেলা ১১ টা) এ দুর্ঘটনা ঘটে।

ট্যাক্সিযোগে দোহার স্থানীয় সবজি মার্কেট থেকে সোমাল নামক স্থানে যাওয়ার পথে মালবাহী ট্রাকের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের হাছই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৩২) ও তার ছোট ভাই মঈনুদ্দিন (৩০), গর্দনাকান্দি গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৩৫) এবং কাপ্তানপুর গ্রামের মুহিব উদ্দিন (২৮)।

আহতরা হলেন, আওলাদ হোসেনের ছোট ভাই রেজওয়ানুল করিম ও ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ফরিদ উদ্দিন।

উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য এখলাছ উদ্দিন হতাহতদের পরিবারের বরাত দিয়ে ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, চারজনের মৃতদেহ হামাদ মেডিকেল সেন্টার মর্গে রাখা হয়েছে।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মো. জাকারিয়া সমকালকে বলেন, এ ধরণের একটি ঘটনা শুনেছি। তবে নিশ্চিত কোনো তথ্য এখনও আমাদের কাছে আসেনি।

Top