
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া: কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকরাই প্রান। তাদের ঘামে ভেজা শ্রমে যে শষ্য উৎপাদন হয় তা খেয়েই দেশের মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করছে। রবিবার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ কৃষকলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন দলটির মালয়েশিয়া শাখার আহ্বায়ক হারুন অর রশিদ।
সংক্ষিপ্ত বক্তব্যে নবগঠিত কমিটির এ আহ্বায়ক বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া কৃষকলীগ দেশ গড়ার কাজে সবসময় মনযোগী।সংগঠন শক্তিশালী করার মাধ্যমে প্রবাস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে মজবুত করতে কাজ করে যাওয়ার ঘোষণা দেন, এ নেতা।
বিজন মজুমদার ও মিনহাজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ। এক বক্তব্যে তিনি বলেন, মালয়েশিয়া আওয়ামীলীগের নতুন সংযোজন বাংলাদেশ কৃষকলীগ। সকলের সহযোগীতায় দলটি সু-সংগঠিতভাবে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
সামসুল হকের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক রাশেদ বাদল, মাহতাব খন্দকার, শওকত হোসেন পান্না, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি মনিরু্জ্জামান মনির, এ কামাল চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, এড. মিনহাজ উদ্দিন মিরান, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শওকত আলী তিনু, জাহাঙ্গীর আলম ইমন, যুবলীগের আহ্বায়ক তাজকির আহমেদ, যুগ্ম-আহ্বায়ক মনসুর আল বাশার সোহেল, মাসুদুল আলম রনি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বি এম বাবুল হাসান, সহ-সভাপতি এস কে মুকুল, সাংগাঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, লিটন সরকার বাবু, মালয়েশিয়া শ্রমিকলীগ ও মালয়েশিয়াস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রাসেল শিকদার ও কবিরুজ্জামান জীবন।
স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে দলটির প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে কেক কাটা হয়।