You are here
Home > প্রবাস > ফিলিপাইনের রাস্তায় বিলবোর্ড টানিয়ে সবুর খানকে অভ্যর্থনা

ফিলিপাইনের রাস্তায় বিলবোর্ড টানিয়ে সবুর খানকে অভ্যর্থনা

ফিলিপাইনের রাস্তায় বিলবোর্ড টানিয়ে সবুর খানকে অভ্যর্থনা

দক্ষিন ফিলিপাইনের পানগাসিনানের প্যানপ্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড্যাফোডিল গ্রুপ এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান। সেখানে তাকে অভ্যর্থনা জানাতে রাস্তাজুড়ে টানানো হয়েছে তার ছবি সম্বলিত বড় বড় বিলবোর্ড। বিষয়টি সেখানকার স্থানীয়দের যেমন নজর কেড়েছে, তেমনিভাবে ফিলিপাইনে বসবাসরত বাঙ্গালীদের কাছেও বিষয়টি ছিল সম্মানের। নিজ দেশের কারো অভ্যর্থনায় বিদেশের মাটিতে এমন নজরকাড়া বিলবোর্ড দেখে স্বভাবতই আপ্লুত সেখানকার প্রবাসীরা।

প্যানপ্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তনে সবুর খান
প্যানপ্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তনে সবুর খান


প্রসঙ্গত, গত ১৬ই এপ্রিল প্যানপ্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে যোগ দেন মো. সবুর খান। সমাবর্তনে প্রায় তিন হাজার অংশগ্রহণকারী এবং এক হাজার গ্র্যাজুয়েট উপস্থিত ছিলেন। সবুর খানের উদ্দীপনামুলক এবং দিক নির্দেশনাপুর্ন বক্তব্যে অনুষ্ঠানে অংশগ্রহনকারী সবার মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। সমাবর্তনে মোঃ সবুর খানের হাতে  সম্মাননা স্মারক তুলে দেন প্যানপ্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. রোহন্ডা টি. পাডিল্লা।

Top